December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 14th, 2024, 7:47 pm

ফের সেন্সরে যাচ্ছে রানা প্লাজা

অনলাইন ডেস্ক :

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক পোশাককর্মীর মৃত্যু হয়। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা নামের এক পোশাককর্মীকে। সেই কাহিনি নিয়ে ২০১৩ সালেই পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা’ নামের একটি ছবি। রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমনি, টিটু চরিত্রে সাইমন সাদিক। ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে।

এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল, স্ট্রোকও করেন তিনি। ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। আশা করছেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। দর্শক দেখতে পাবে তাঁর ‘রানা প্লাজা’। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি।

নজরুল বলেন, ‘বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দ্বারে দ্বারে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।’ ‘রানা প্লাজা’ ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ অনেকে। প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস।