January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 13th, 2021, 6:53 pm

ফের সোশ্যাল মিডিয়ায় নগ্ন ভিডিও, রাধিকাকে বয়কটের দাবি

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার একটি পুরোনো সিনেমার নগ্ন দৃশ্যের ভিডিও আবারো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে ‘বয়কট রাধিকা আপ্তে’ হ্যাশট্যাগে ছয়লাপ টুইটার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নগ্ন দৃশ্যটি মূলত রাধিকা অভিনীত ‘পার্চড’ সিনেমার। যেখানে আদিল হুসেনের সঙ্গে বিবস্ত্র হয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেখা যায় রাধিকাকে। ২০১৬ সালে এই ক্লিপটি প্রথম অন্তর্জালে ফাঁস হয়। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন রাধিকা। সেই পুরোনো ক্লিপটি আবারো সামনে এনেছেন নেটিজেনরা। পুরোনো বিষয় নিয়ে ফের চটেছেন তারা। বেশ কজন টুইটার ব্যবহারকারীর দাবিÑ‘বলিউডের মধ্যে কোনো জঘন্য ঘটনা ঘটলেও তারা সেটা নিয়ে মুখ খোলেন না, আর পৃথিবীর যেখানে যাই হোক না কেন তা নিয়ে তাদের কথা বলা চাই।’ আরেকজন লিখেছেনÑ‘তাদের সিনেমা এতটাই বাজে যে, আমি কোনো ছবি-ভিডিও দিতে পারলাম না। আসল ব্যাপার হচ্ছে, তারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে দেশ থেকে তাদের ব্যান করা হোক।’ নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখনো এ বিষয়ে কথা বলেননি রাধিকা। তবে ২০১৬ সালে ভিডিওটি ফাঁস হওয়ার পর রাধিকা বলেছিলেনÑ‘অভিনেত্রী হিসেবে আমি নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর পার্চড’র কোনো দৃশ্য তো ফাঁস হয়নি। বরং সিনেমাটি বিদেশে মুক্তি পেয়েছে। আর নেতিবাচক মন্তব্যের ভয় আমি পাই না। চুপ করে থাকলে তো লোকে নেতিবাচক কথাই বলবে। আমি যা বিশ্বাস করি তাই করেছি। ডাবল স্ট্যান্ডার্ড হতে পারব না।’ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাধিকার সহশিল্পী আদিলও। এ অভিনেতা বলেছিলেনÑ‘আপনারা শুধু যৌনদৃশ্যই ফাঁস করলেন কিন্তু সিনেমার অন্য সুন্দর দৃশ্য ফাঁস করলেন না। এতে বোঝা যায় আমাদের সমাজের মানুষ যৌনতায় কতটা আচ্ছন্ন।’