বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায় শুক্রবারে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ইউএনবিকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) তার গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি।
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনকে ভোর ৩টা ২০ মিনিটে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।
তবে ডা. জাহিদ তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপার্সন গুলশানের বাসা থেকে রাত ২টা ৫৫ মিনিটে হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সোয়া ৩টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গুলশানের বাসায় ছুটে যান এবং পরে তিনি হাসপাতালে যান।
ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে ফখরুল বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে।
তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা এখন স্থিতিশীল। তার সমস্যা কতটা জটিল তা বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে একটি এনজিওগ্রাম করার পর নিশ্চিত হওয়া যাবে।’
—ইউএনবি
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
বিমানবন্দরেই দেখা ইচ্ছে মা-ছেলের
পুরানা পল্টনে ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে