অনলাইন ডেস্ক :
গত সেপ্টেম্বরে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলের। কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচারের কারণে মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি লাগবে। নতুন খবর হলো, আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। বুধবার ৮১ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলনে টিউমারের চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
উইসডেনের বার্ষিক প্রকাশনায় স্থান পেলেন যেসব ক্রিকেটার
হামজাদের হারিয়ে প্রিমিয়ার লিগে পদোন্নতি বার্নলির
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ