অনলাইন ডেস্ক :
গত সেপ্টেম্বরে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলের। কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচারের কারণে মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি লাগবে। নতুন খবর হলো, আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। বুধবার ৮১ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলনে টিউমারের চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব
কলকাতায় যাচ্ছেন মেসি, শহরজুড়ে উৎসবের আমেজ
বিকেএসপির লিজেন্ডারি খেলোয়াড়দের নাম উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত