গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-ফারুক হোসেন (১৮), নাঈম হোসেন (২৬) ও রবিন (১৫)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম নিহত হন। পরে আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেলায়েত ও ফয়সালকে আটক কর হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন