গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-ফারুক হোসেন (১৮), নাঈম হোসেন (২৬) ও রবিন (১৫)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম নিহত হন। পরে আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেলায়েত ও ফয়সালকে আটক কর হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল