January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:32 pm

ফেসবুকে পরীমণির স্বামীকে ‘মৃত’ ঘোষণা

অনলাইন ডেস্ক :

গত কয়েকদিন ধরেই ফেসবুকে অনুপস্থিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজ। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পরীকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকে আর কোনও আপডেট নেই তার। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজের আইডি ঘুরে দেখা যায় এই অভিনেতাকে রিমেম্বারিং’ দেখা হচ্ছে। অর্থাৎ ফেসবুকের হিসেবে তিনি এখন মৃত! সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জ্যান্ত অবস্থায় অভিনেতার আইডিতে এমন লেখা দেখে বিস্মিত প্রকাশ করছেন তার ভক্তরা! এ ঘটনায় শরীফুল রাজও বিব্রত। তিনি জানান, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ তার আইডিকে রিপোর্ট করে এই ঘটনা ঘটিয়েছে। যা খুবই দুঃখজনক। দ্রুত আইডি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা পরীমণি ও শরীফুল ইসলাম রাজ। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য ২২ জানুয়ারি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজপরী।