তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের।
তবে দেখা যায় অনেকেই শত্রুতা করে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। কিংবা হ্যাকারের কবলে পরে হারাতে পারেন অ্যাকাউন্ট। যদি কখনও এ রকম পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে কী করবেন তা অনেকেই জানেন না। জেনে নিন এমন পরিস্থিতিতে কি করতে পারেন-
>> পাসওয়ার্ড পরিবর্তন করা এ ক্ষেত্রে প্রথম কাজ। আর যদি লগড ইন অবস্থায় না থাকেন, পাসওয়ার্ড রিসেটের আবেদন করতে পারেন। আপনার মেলে আসা নির্দেশ অনুসরণ করে পাসওয়ার্ড বদলে ফেলুন দ্রুত।
>> সিকিউরিটি সেটিংস অপশনে যান। কোন কোন ডিভাইস ও স্থান থেকে আপনি লগ ইন করেছেন, তার একটি তালিকা দেখা যাবে এখানে। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তা হলে এখান থেকেই লগ আউট করে দিতে পারেন।
>> অথবা ‘রিমুভ’ বাটনে ক্লিক করে সেটিকে মুছে দিন। তবে হ্যাকার যদি অ্যাকাউন্টের মেল অ্যাড্রেস পরিবর্তন করে ফেলে, তা হলে হয়তো আপনি তা করতে পারবেন না। তবে তার পরও এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় আছে।
>> ফেসবুকের জেনারেল সেটিংস থেকে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত আপনার মেলটি যাচাই করুন। যদি আপনার ছাড়া অন্য কারও মেল দেওয়া থাকে, তা হলে সেটি মুছে দিন।
>> ফের পাসওয়ার্ড পরিবর্তন করুন। সেই কাজের সময়ে লগ আউট অব আদার ডিভাইসেস নামে একটি অপশন আসবে। এখান থেকে সন্দেহজনক লগ ইনগুলোকে লগ আউট করে দিন। জটিল পাসওয়ার্ড (বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, নম্বর) ব্যবহার করুন। হ্যাকার যদি আপনার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তা হলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায় আছে।
প্রথমে ‘ফাইন্ড মাই অ্যাকাউন্ট’ পেজে যেতে হবে। এমন কোনো কম্পিউটার বা মোবাইল থেকে কাজটি করতে হবে, যেটিতে আপনি আগে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার একটি ঘর আসবে। সেখানে মেল, ফোন নম্বর বা নাম সার্চ করে অ্যাকাউন্টটি বের করতে পারবেন।
আরও পড়ুন
ক্ষমা ও নিরাপত্তা লাভের দোয়া
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ
সিআইডির মানি লন্ডারিং মামলা:ই-কমার্স তদন্তে শুরু আছে, শেষ নেই