অনলাইন ডেস্ক :
কলকাতার রবীন্দ্র সদন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র-এর নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে মোট ২৪টি ছবি দেখানো হবে। এতে অংশ নিতে ফেরদৌস, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাইমন সাদিক, নুসরাত ফারিয়া, শরিফুল রাজসহ অনেকেই গিয়েছেন কলকাতায়। শনিবার রাতে সিনেমা দেখতে গিয়ে ফোন হারিয়ে ফেললেন শরীফুল রাজ। চারিদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার সন্ধান। এমন ঘটনার পর তিনি প্রথমেই যোগাযোগ করেন স্ত্রী পরীমনির সঙ্গে।
পরীমনি বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে আমাকে মেসেজ করেছিলেন। সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আসন্ন ১০ অগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। সম্প্রতি ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে তার মন মোটেই ভালো ছিল না। ছেলের জন্মদিনের পরেই কলকাতায় যওয়ার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত