December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 21st, 2025, 6:09 pm

ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২-এর ‘গিফট পার্টনার’ হিসেবে যুক্ত হলো Yoyoso

 

দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র (Bongo) প্রযোজনায় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর ‘অফিসিয়াল গিফট পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড Yoyoso বাংলাদেশ।

বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এই পারিবারিক গেম শোটি বাংলাদেশে তার দ্বিতীয় সিজন নিয়ে ফিরে আসছে। এই যাত্রায় প্রতিযোগীদের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এবং বিজয়ী মুহূর্তগুলোকে স্পেশাল করে তুলতে Yoyoso তাদের চমৎকার সব লাইফস্টাইল পণ্য নিয়ে শো-এর অংশ হয়েছে।

এই পার্টনারশিপ প্রসঙ্গে Yoyoso বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মুনজারিন জামান বলেন, “ফ্যামিলি ফিউড-এর মতো একটি শো, যা পারিবারিক বন্ধন ও আনন্দকে উদযাপন করে, তার সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। Yoyoso সবসময় মানুষের দৈনন্দিন জীবনে স্টাইল ও খুশির ছোঁয়া আনতে চায়। শো-এ অংশগ্রহণকারী পরিবারগুলোর হাতে আমাদের পণ্যগুলো তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”

বঙ্গ বিশেষ ধন্যবাদ জানাচ্ছে Yoyoso বাংলাদেশের হেড অফ অপারেশনস তাহসিন ফারহানকে। সিজন ২-এর জন্য এই পার্টনারশিপটি সফল করতে এবং বঙ্গ’র সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য।

পুরোদমে শুরু হয়েছে ‘আইগ্যাস ইউনাইটেড (Aygaz United)’ নিবেদিত ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২- এর প্রস্তুতি পর্ব। জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় নতুন সিজন খুব শীঘ্রই আসছে বঙ্গ (Bongo) এবং এনটিভিতে।

বঙ্গ ও Yoyoso বিশ্বাস করে, দর্শকপ্রিয়তার দিক থেকে এবারের সিজন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।

এনএনবাংলা/