December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 3:45 pm

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

 

বিএনপি ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।

শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে বিভাজন না থাকলে জাতীয় পর্যায়ে সব ধরনের সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব।

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক অংশগ্রহণের আশ্বাস দেন বিএনপির এই নেতা। তিনি জানান, ইনকিলাব মঞ্চ ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে। শনিবারও তাদের কর্মসূচি চলমান রয়েছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। এসব কর্মসূচিতে বিএনপি সক্রিয়ভাবে অংশ নেবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপশক্তিগুলো দেশের অভ্যন্তরেই নয়, দেশের বাইরেও সক্রিয় রয়েছে। এ কারণে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি ঐক্য প্রদর্শন করতে চায় এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে দেশের সংকট মোকাবিলার প্রধান হাতিয়ার। কেবল ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই এ ধরনের জাতীয় সংকট প্রতিরোধ করা সম্ভব।

প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে এবং জনগণের সচেতনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, সরকার, রাজনৈতিক দল ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে ইনশা আল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

এনএনবাংলা/