গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে ছাত্র-জনতার আন্দোলনে সত্য তুলে ধরতে সাংবাদিকগণের ভূমিকা ছিলো খুবই গুরুত্বপূর্ণ। আন্দোলন ধমনে ও হত্যা, গুম, নির্যাতন ঢাকতে যখন ফ্যাসিবাদ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দেয় তখন সঠিক ও সত্য তথ্য জানাতে সংবাদ মাধ্যমে তথা সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যার ফলে আন্দোলন সফল হয় এবং ফ্যাসিবাদ হাসিনা ও তার দোসরারা পালাতে বাধ্য হয়।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক আনোয়ার হোসেনসহ সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে গঙ্গাচড়া উপজেলায় কর্মরত সাংবাদিক ও সচেতন মহল মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার দুপুর ১২ টায় গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন এর প্রতিনিধিসহ ছাত্র ও সমাজসেবক উপস্থিত হন। গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশকারী দল ও সমাজসেবকের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা রায়হান সিরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, সেক্রেটারী সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজীব, জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সেক্রেটারী ইউনুছ আলী, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী, রংপুর বকশা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক রেজাউল করিম, সপ্রাবি শিক্ষক সমিতি জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, সদস্য রফিকুল ইসলাম সাবুল, সুজন আহম্মেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক নির্মল রায়, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুজ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করতে করা হয়েছে কালো আইন, বহু সাংবাদিককে নির্যাতন ও হত্যা করেছে। সাংবাদিক সাগর, রুনিসহ অনেক সাংবাদিক হত্যার এখনও বিচার হয়নি। বর্তমান সরকার জুলাই বিপ্লবের ছাত্র-জনতা, পেশাজীবি ও রাজনৈতিক দলগুলোর সরকার। তাই এ সরকার ফ্যাসিবাদের চেয়ে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটাবে। মানুষ শান্তিতে বসবাস করবে, সাংবাদিক স্বাধীনভাবে অন্যায়ের বিরুদ্ধে লেখবে। ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করবে এবং বিভিন্ন পেশাজীবি নিজ কর্মে শান্তিতে কাজ করবে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোন উন্নতি না করে আগের ধারায় চালাচ্ছে যা মেনে নেওয়া যায়না। সাংবাদিক, ব্যবসায়ীসহ সব শ্রেনী পেশার মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে মনে ষড়যন্ত্রের কাছে সরকার মাথানত করছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করেছে তা দেশের জুলাই বিপ্লবরা মেনে নিতে পারছেনা। জুলাই বিপ্লব সরকার অনেক ফ্যাসিবাদ হঠানো শক্তির সরকার তারা কেন আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে ভয় পায়। বক্তারা সাংবাদিকসহ সকল হত্যার অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন এবং আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটাতে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক, সামাজিক সচেতন মহল, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষসহ বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর