অনলাইন ডেস্ক :
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্জাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন বলিউড তারকারা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ও জুহি চাওলা এবং পাঞ্জাম কিংসের মালিক প্রীতি জীনতা। এর আগে রাজস্থানের রয়্যালসের মালিক ছিলেন শিল্পা শেঠী। এবার বলিউডের জনপ্রিয় আরেক জুটি ফ্রাঞ্জাইজি লিগটির মালিকানায় যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে মোট ৮টি টিম আইপিএলে খেলে থাকে। তবে আগামী আসর থেকে দল সংখ্যা আরও দু’টি বাড়ছে। অর্থাৎ ২০২২ মৌসুম থেকে দশটি দল টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নেবে। সে জন্য দর আহ্বান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী ২৫ অক্টোবর জানা যাবে, কোন দুইটি নতুন দল যুক্ত হচ্ছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আইপিএলে দল কিনতে বিডে অংশ নিয়েছেন বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লেজার পরিবার আইপিএলে দল কিনতে চায়। সম্ভবত তাদের সঙ্গে মিলে কোনো একটি দলের মালিক হতে যাচ্ছেন দীপবীর জুটি।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ