ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া এলিজাবেথ বর্নিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ বছরের মধ্যে দেশটির প্রথম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজাবেথ বর্নি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অভিনন্দন পত্রে নতুন ফরাসি প্রতিপক্ষের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে আপনার অভিজ্ঞতা দায়িত্বগুলো কার্যকরভাবে পালনে আপনাকে সহায়তা করবে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও বৈচিত্র্যময় করতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি নতুন ফরাসি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য এবং ফরাসি প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
গোপালগঞ্জে চলছে কারফিউ, সহিংসতায় তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং
‘নৌকা’ প্রতীক সংরক্ষিত থাকে,কেউ ব্যবহার করতে পারবেন না: ইসি সচিব