October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 7th, 2025, 7:35 pm

ফ্রান্সের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্যারিসে বিক্ষোভ

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রোর পদত্যাগের দাবিতে শত শত মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জনতা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ‘ম্যাক্রোঁ পদত্যাগ কর, ইউরোপকে না কর’ স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা সরকারের বেশকিছু নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করে। তারা কিয়েভ শাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের বিরোধিতা করেছে। এবং ইউক্রেন চলমান সংঘাতের দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোর মধ্যে একটিতে লেখা ছিল, ‘ম্যাক্রোঁ, তোমার যুদ্ধ আমাদের প্রয়োজন নেই!’

প্যারিসের লুক্সেমবার্গ প্রাসাদের কাছে (যেখানে ফরাসি সিনেট অবস্থিত) বিপুল সংখ্যক পর্যটক এবং প্যারিসবাসীর উপস্থিতির কারণে বিক্ষোভে দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সুযোগটি কাজে লাগিয়ে বিশাল জনতার সামনে বিক্ষোভের আয়োজক প্যাট্রিয়টস পার্টির প্রধান ফ্লোরিয়ান ফিলিপট ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিঁড়ে ফেলেন।

ইইউ থেকে দেশটিকে প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই রাজনীতিবিদ বলেন,‘ফরাসিরা কঠোর নীতিমালা এবং যুদ্ধের সম্ভাবনা দেখে ক্ষুব্ধ। তাদের অনেক হয়েছে, তারা চায় ম্যাক্রোঁ চলে যাক এবং তারা চায় আমরাও আমাদের জাতীয় সার্বভৌমত্ব ফিরে পাই।’

এনএনবাংলা/