অনলাইন ডেস্ক :
উত্তর-পূর্ব ফ্রান্সের শহর আরাসের একটি স্কুলে ছুরির হামলায় একজন শিক্ষক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গাম্বেটা উচ্চ বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেটা হাইস্কুলে হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছে। ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি একজন ফরাসি ভাষার শিক্ষক। হামলায় একজন ক্রীড়া শিক্ষকও আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী স্কুলের একজন প্রাক্তন ছাত্র। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার