অনলাইন ডেস্ক :
ছিনতাইকারীর কবলে পড়েছেন বলিউড অভিনেতা আনু কাপুর। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে বেড়োতে গিয়েছেন এই অভিনেতা। সেখানেই তার সঙ্গে ঘটনাটি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে তার সঙ্গে ঘটে যওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন। এই অভিনেতা জানান, তার ওয়ালেট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা, ইউরো, এমনকি আইপ্যাডও ছিনতাই হয়েছে। সবাইকে সতর্ক করে আনু কাপুর বলেন, ‘ফ্রান্সে ঘুরতে এলে খুব সাবধান। এখানে সবাই চোর। কখন কী ছিনতাই হয়ে যাবে বোঝায় উপায় নেই! চোখের সামনেই দেখবেন সব কিছু গায়েব। ফ্রান্সে কাউকে বিশ্বাস করবেন না!’ তার কাছে শুধু পাসপোর্টটাই রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে স্থানীয় পুলিশকে অভিযোগ জানিয়েছেন আনু কাপুর। চার দশকের অভিনয় কেরিয়ারে একশয়ের বেশি সিনেমায় অভিনয় করেছেন আনু কাপুর। অভিনয়ের পাশাপাশি নির্মাতা, গায়ক, রেডিও জকি, টিভি সঞ্চালক হিসেবেও বিশেষ খ্যাতি পেয়েছেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতার সিনেমাগুলোর মধ্যে রয়েছেÑ ‘চেহরে’, ‘খুদা হাফিজ’, ‘ড্রিম গার্ল’, ‘খানদানি সাফাখানা’, ‘দ্য ফাকির অব ভেনিস, ‘জলি এলএলবি টু’, ‘ভিকি ডোনার’ ইত্যাদি।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির