ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
যুক্তরাজ্যের বার্মিংহাম নগরীতে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সংগ্রামের উদ্যোক্তা ও নেতৃত্ব দানকারী বৈশ্বিক সংগঠন ‘অরগ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস’ কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট, বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে অভিবাসী তোজাম্মেল টনি হক পেশায় একজন শিক্ষক ছিলেন। বার্মিংহামের একটি সেকেন্ডারি স্কুলের হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭১ সালে বৃটেনে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক হিসেবে ব্যাপক ভূমিকা রাখেন ।
সাবেক রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে তিনি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন।
কূটনীতিকের দায়িত্ব পালন শেষে তোজাম্মেল টনি হক জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কোর এশিয়া-প্যাসিফিক রিজিয়নে প্রিন্সিপাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তোজাম্মেল টনি হকের দেশের বাড়ি নওগাঁ জেলায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ বার্মিংহামে ছিলেন।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ