অনলাইন ডেস্ক :
নতুন বছরে এখনও নিজেদের পুরোপুরি খুঁজে পায়নি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ কাপ থেকে তাদের বিদায় দিয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই। শেষ ষোলোয় পিএসজিকে তারা ২-১ গোলে হারিয়েছে। অথচ কিছুদিন বাদে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে মেসি-নেইমাররা। এর আগে এমন হার তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে। অবশ্য কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট ২০১১ সালে পিএসজির মালিকানা কিনে নেওয়ার পর মাত্র দুবার তাদের হারাতে পেরেছে মার্শেই। ফরাসি জায়ান্টদের হারিয়ে এবার তারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কিলিয়ান এমবাপ্পে চোটে থাকায় তার অনুপস্থিতি ভালোভাবেই অনুভূত হয়েছে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে গেছে মার্শেই। রামোসের ফাউলের সুযোগে স্পট কিক পায় তারা। সুযোগ পেয়ে সেটি কাজে লাগিয়েছেন সানচেস। প্রথমার্ধের শেষ দিকে যোগ হওয়া দ্বিতীয় মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন রামোস। নেইমারের কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপিয়ে দলকে সমতায় ফিরিয়েছেন। পিএসজি এর কিছুক্ষণ পর ব্যবধান বাড়িয়ে নিতে পারতো। কিন্তু নেইমারের শট গিয়ে আঘাত করেছে পোস্টে। শেষটা আরও জমে ওঠে মার্শেই স্কোর লাইন ২-১ করলে। ৫৭ মিনিটে দোনান্নারুম্মাকে পরাস্ত করে হাফভলিতে জাল কাঁপিয়েছেন ম্যালিনোভস্কি। ম্যাচে ফিরতে মরিয়া পিএসজি শেষ দিকে কম চেষ্টা করেনি। মার্শেই অবশ্য ভালোভাবেই স্নায়ু চাপের মুহূর্তটা সামাল দিয়েছে। তাছাড়া যোগ হওয়া সময়ে হতাশ হতে হয়েছে ফরাসি জায়ান্টদের। অফসাইডে রামোসের একটি গোল বাতিল হয়েছে।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল