October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 11:51 pm

ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালির সর্বত্র ধর্মঘটের ডাক

 

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) দেশজুড়ে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইতালির শ্রমিক সংগঠনগুলো।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী বহরের জাহাজ আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জনেরও বেশি ইতালীয় নাগরিক রয়েছেন। এ ঘটনার পর থেকেই বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। রাজধানী রোমের একটি স্টেশনে সমবেত হলে পুলিশ সেটিকে ঘিরে ফেলে। এ ছাড়া ইতালির বিভিন্ন শহরে বড় বড় মিছিলও অনুষ্ঠিত হয়।

দেশটির অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিজিআইএল এক বিবৃতিতে জানায়, ইতালীয় নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজে ইসরায়েলের আগ্রাসন অত্যন্ত গুরুতর বিষয়। সংগঠনটি আরও জানায়, ঘোষিত ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নও যোগ দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে জড়িত জাহাজগুলোকে ডকিং ও পণ্য লোড-আনলোডে বাধা দিয়ে আসছে।

এনএনবাংলা/