February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 20th, 2025, 8:35 pm

বইমেলায় আজ এসেছে ৭০ নতুন বই

বইমেলার ১৯তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৭০টি। আর এতে চলতি অমর একুশে বইমেলায় এ পর্যন্ত মোট নতুন বই প্রকাশিত হলো ১ হাজার ৭৯৩টি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

৭০টি নতুন বইয়ের মধ্যে কবিতার বই সর্বোচ্চ ২৭টি। এছাড়া গল্পগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্য বিষয়ক বইসহ অন্যান্য বিষয়েও বহু বই এসেছে। প্রকাশিত হয়েছে ‘২৪ এর গণঅভ্যুত্থান নিয়েও বই।

আজ বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আলোচনা শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে কবি কণ্ঠে কবিতা পাঠে অংশ নেন– কবি মজিদ মাহমুদ, কবি কামরুজ্জামান ও কবি শফিকুল ইসলাম। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘নবরস’ ও ‘আবদুল আলীম ফাউন্ডেশন’-এর পরিবেশনা।

অন্যদিকে, আজ মেলার ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাহমুদউল্লাহ, কাজল রশীদ শাহীন ও তুহিন খান।