November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 11th, 2025, 7:49 pm

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

 

বকেয়া বিল পরিশোধ না করায় মঙ্গলবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ পরিশোধের আশ্বাস পাওয়ায় কোম্পানিটি সরবরাহ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসেই কোম্পানিটিকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার, যা কয়েক দফায় পরিশোধ করা হবে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান জানান, আদানি পাওয়ার মোট ৪৯৬ মিলিয়ন ডলার দাবি করেছে। এর মধ্যে আংশিক বিল পরিশোধের প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যেই এর একটি অংশ দেওয়া হতে পারে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। তাদের দুর্নীতির অভিযোগে হাইকোর্টে একটি রিট রয়েছে। আমরা আপাতত আংশিক পরিশোধের সিদ্ধান্ত নিয়েছি।

অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল, অভিনাশ অনুরাগ, বিপিডিবির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। সেখানে কোম্পানিটি উল্লেখ করে, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পরিশোধ করেনি।

এনএনবাংলা/