January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 10:00 pm

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে সোমবার (২৭ জুন) বুড়িরহাট, কোবারু ও খটখটিয়া এলাকায় বকেয়া পল্লী বিদ্যুৎ বিল আদায়ে ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আব্দুল জলিল, এজিএম প্রমোদ কুমার দে, পাগলাপীর অফিসের এসি মোঃ জাফরুল ইসলামসহ পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অবৈধভাবে সংযোগ নেওয়া, দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও কোন কোন মিটার রিমুভ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিজিএম।