জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্যের মাঝে হঠাৎ মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবারও ঢলে পড়েন জামায়াতের আমির। এর কিছুক্ষণ পর তিনি সমাবেশ মঞ্চে বসেই বক্তব্য দেন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গরমের কারণে তিনি (জামায়াতের আমির) খানিকটা অসুস্থ হয়ে পড়েন। একটু পরে তিনি বসেই বক্তব্য দেন।
এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি
ভালো মানুষ না হলে দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান
গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা