August 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 5:03 pm

বক্স অফিসে ‘ধূমকেতু’ ঝড়, প্রথম দিনেই আয় দুই কোটি ছাড়িয়েছে

 

গতকাল (১৪ আগস্ট) বড়পর্দায় ভারতে মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। নামের মতোই মানুষকে এ সিনেমাটি অপেক্ষা করিয়েছে দীর্ঘ ৯ বছর । এত বছরের সবার অপেক্ষা আজ উন্মাদানায় রূপ নিয়েছে।

প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে ‘ধূমকেতু’ সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন। গতকাল (১৪ আগস্ট) শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন, প্রথম দিনেই ২ দশমিক ১০ কোটি রুপি আয় করেছে ‘ধূমকেতু’।

শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই সিনেমাটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।

শুভশ্রী এবং দেব ছাড়াও এই ছবিটি শেয়ার করেছেন দিব্যজ্যোতি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলাজুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’

শুধু ১৫ আগস্ট নয়, আগামী ১৬ এবং ১৭ আগস্ট ভারতের স্কুল কলেজ এবং অনেক অফিস ছুটি। পরপর তিনটি দিন ছুটি থাকার কারণে প্রথম সপ্তাহেই ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন হয়ত দ্রুত বাড়বে।

‘ধূমকেতু’ যে বাংলা ছবিতে একটি পরিবর্তন নিয়ে এলো তা বলাই বাহুল্য। ‘ধূমকেতু’র সঙ্গে একই দিনে একটি হিন্দি এবং দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও ধূমকেতুর কাছাকাছি কোনোটাই আসতে পারেনি।

এর মধ্যেই রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বছরের প্রত্যেকটি দিন রাজ্যের প্রত্যেক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করায় ধুঁকতে থাকা বাংলা ইন্ডাস্ট্রি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে।

এনএনবাংলা/আরএম