রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।
লাইনচ্যুত হওয়ার পর জামালপুর কমিউটার ট্রেন এবং মহুয়া এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
—ইউএনবি
আরও পড়ুন
কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়ার জুনেলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান, সম্পাদক মুহিত, সাংগঠনিক বদরুল নির্বাচিত