অনলাইন ডেস্ক :
বগুড়ায় বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ওষুধের গোডাউনে আগুন লেগেছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীসহ দুইজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ব্যবসায়ীরা জানান, সম্ভবত সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিন্তু আগুনের কারণে ৬ তলায় যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর ব্যবস্থা করেন।
আরও পড়ুন
বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা