বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনায়েদ আহমেদ নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েত শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন- শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের মো. গাফফারের ছেলে অটোরিকশাচালক জাকিরুল ইসলাম (৩০) ও সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মিল্লাত হাসান (১৪)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অটো থেকে দুই-তিনজন গালিগালাজ করে। পরে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ফিরে এসে অটোতে থাকা যাত্রীদের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে জুনায়েত মারা যান। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী