January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 7:45 pm

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের পাশে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার তরিকুল ইসলাম (২২), রাকিব ইসলাম (১৭) এবং সিজান আহমেদ (১৮)। ৩ জনই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম বলেন, রাত ৮টার দিকে ওই ৩ যুবক মোটরসাইকেলে কাহালুর বীরকেদার কাজিপাড়ার বিসমিল্লাহ হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে নারহট্ট ইউনিয়নের দরগাহাটের পাশে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান।

তিনি আরও বলেন, সিজানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মোটরসাইকেল আরোহী ৩ জনের কারো মাথায় হেলমেট ছিল না। অজ্ঞাত ট্রাক হওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

—-ইউএনবি