January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 8:01 pm

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকী ছবি

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ভাইসহ এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বগুড়া সদরের বুজরুকবাড়িয়া এলাকায় এবং বাইপাস সড়কে এই দুর্ঘটনা দুইটি ঘটে।

নিহতরা হলেন- জেলার গাবতলী উপজেলার পারানীপাড়া এলাকার সুমনের ছেলে মাইনুর ও বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বলের ছেলে সিফাত।

সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। আর নিহত শাহানা আকতার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার মাইনুর আর সিফাত মোটরসাইকেলে করে বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক দুধবাহী একটি লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে যায় দুই ভাই। পরে তাদের পিষ্ট করে আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।

বগুড়া সদর থানার নারুলী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।

আর কলেজছাত্রী শাহানা বালু বোঝাই ট্রাকচাপায় নিহত হয়েছেন।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন।

চকুড়ি সেতুর কাছে একটি বালু বোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন তার ভাই।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক এবং সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

—-ইউএনবি