বগুড়ার শেরপুরে প্রাইভেটকার পুকুরে উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-বগুড়ার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (৩৩) এবং নাটোরের বড়াইলের জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন।
স্থানীয়রা জানান, শেরপুর শহর থেকে প্রাইভেট কারটি শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে আসে। গাড়িটি বেশ গতিতে চলছিল।
ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করে প্রাইভেট কারটি পুকুরে উল্টে পড়ে যায়।
স্থানীয়রা আরও জানান, গাড়ির ভিতর থেকে দুজন বের হয়ে পালিয়ে যায়। কিন্তু দরজা বন্ধ থাকায় জাকারিয়া ও রানী বের হতে পারেনি। ডুবে থাকা গাড়িটির মধ্যেই তারা মারা যান। গ্রামের লোকজন গাড়িতে রশি লাগিয়ে পুকুরের পাড়ে টেনে এনে জানালা ভেঙে তাদের লাশ বের করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক নাদির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা