বগুড়া সদরে রাস্তা পারাপারের সময় রংপুরগামী বাসের ধাক্কায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৫০) জেলার ধুনট উপজেলার মিজানুর রহমান সরকারের ছেলে। তিনি জেলার উপশহরের ভাড়া বাসায় বসবাস করতেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাফিজুর রহমান বগুড়া থেকে কর্মস্থল দিনাজপুর জেলার ঘোড়াঘাট সরকারি কলেজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, স্থানীয় জনগণ বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী