বগুড়ায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে শহরের বনানী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় ও অজ্ঞাত এক নারী। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মিলাদুন্নবী জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান।
তিনি আরও বলেন, আহতের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে শামীম ও চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। ৪ জনের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
—–ইউএনবি

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা