October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 5:47 pm

বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে তাকে বগুড়া জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

দিনের শুরুতে জয়পুরহাটে একটি সমন্বয় সভা শেষে সারজিস আলম বিকেলে বগুড়ায় পৌঁছান। বিকেল ৩টার দিকে জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় অংশ নিতে তিনি সেখানে আসেন।

সভায় যোগ দেওয়ার আগে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর জেলা পরিষদে প্রবেশের কিছুক্ষণ পরই পেছনের করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

এনএনবাংলা/