রবিবার গ্যাস না পেয়ে জেলায় সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরকারী আসামিদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা ধর্মঘট ডেকেছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি।
সোমবার রাতে সংগঠনটির জরুরি বৈঠকে এ ধর্মঘট কার্যকর করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় দিনব্যাপী ধর্মঘট পালন করবেন তারা।
সরকারি নির্দেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ থাকায় রাত ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস না দেয়ায় পাঁচ থেকে ছয় জন যুবক মেসার্স বগুড়া ফিলিং স্টেশনের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে। তখন যুবকেরা স্টেশন ভাঙচুর করে এবং ৭০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু