সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব:) শাহাবুদ্দিন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অফিসার সুমাইয়া ফেরদৌসের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসনে বুধবার পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী আহ্বায়ক ও জেলা মানব সম্পদ সম্পাদক মোজাহিদুল ইসলাম,বগুড়া মহানগরীর আইন বিষয়ক সম্পাদক ও প্রধান এজেন্ট অ্যাডভোকেট শাহীন মিয়া, নির্বাচনী সচিব ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা আমীর মাও: ইকবাল হোসেন,সোনাতলা আমীর ফজলুর রহমান,নায়েবে আমীর ও ভাইস চেয়ারম্যান এনামুল হক, সারিয়াকান্দি উপজেলা নায়েবে আমীর মাও: তোফাজ্জল হোসেন,সেক্রেটারি মাও: কাজী জহুরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আসিফসহ উপজেলা ও ইউনিয়ন আমীর,সেক্রেটারি বৃন্দ।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৫৯৫ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৭১ জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ও মহিলা ১ লাখ ২ হাজার ৭শ’ জন ও হিজড়া ৫ জন। সোনাতলা উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ ৪৩ জন এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৮শ ২৪ জন এবং মহিলা ৮৭ হাজার ১৯ জন।

আরও পড়ুন
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা