Monday, December 29th, 2025, 7:57 pm

বগুড়া-৪ আসনে নির্বাচন করবেন হিরো আলম, বলছেন ‘গানম্যান প্রয়োজন’

 

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। আমজনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

হিরো আলম সমকালকে জানান, আজ বিকেল ৫টার মধ্যেই মনোনয়নপত্র পূরণ করে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে তার।

মনোনয়ন উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরেই হামলা ও মামলার মুখে পড়ছেন। এ কারণে নিজের নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন বলে মনে করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অন্যান্য অনেক প্রার্থীও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে গানম্যানের দাবি জানাচ্ছেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে হিরো আলম বলেন, নির্বাচন কতটা সুষ্ঠু হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সবার প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা বিগত কয়েকটি নির্বাচনে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনেকেই তাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় তার প্রতি সম্মান জানিয়ে সেখানে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অতীতে যেমন বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেছেন, এবারও সেই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান হিরো আলম।

উল্লেখ্য, ২০১৮ সালে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এনএনবাংলা/