বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। সে কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
হাদির হত্যার বিচার নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বিএনপির পক্ষ থেকে ফ্লোরিডার বিভিন্ন মসজিদে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার দোয়া মাহফিল