November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 7:29 pm

বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে।

মির্জা ফখরুল নিজেও ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনে প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হলো। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলের প্রার্থী থাকবে, সেখানে বিএনপি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।”

প্রার্থী তালিকা ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এনএনবাংলা/