বগুড়ার শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমএম কার ওয়াশ অ্যান্ড শারমিনের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) উপজেলা সদরের খন্দকারপাড়ার মৃত হোসেন কামাল ফুয়ার ছেলে। তাকে শেরপুর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগাঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে অভি দৌড়ে ওয়ার্কশপের পিছনের জঙ্গলের ভিতরে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘অভির মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
—-ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর
বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান