বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিক নিহত ও চারজন আহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম নবী রহমান দুপচাঁচিয়ার তালোড়া এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক ও কলামনিস্ট।
কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, বুধবার উপজেলার শাকপালা মোড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাজে ব্যবহৃত শাকপালাগামী একটি ট্রাকের সঙ্গে সাতমাথাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টার দিকে সাংবাদিক গোলাম নবী রহমান মারা যান।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার