January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:38 pm

বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আবু তালেবের ছেলে হেফজুল (৪০), ওমরপুর গ্রামের তানসেনের ছেলে আব্দুল আলিম (২) এবং অটোরিকশার যাত্রী সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজ রহমান (২০)।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বিপরীতমুখী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত আরও চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়।

কুন্দারহাট থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত আলী জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেয়া হয় এবং হতাহতদের শজিমেক হাসপাতলে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

—ইউএনবি