বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কালিয়া পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেট কার-চালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কারে তারা নওগাঁ থেকে বগুড়া আসছিলেন। পতে কাহাল উপজেলার দরগাহাট এলাকায় পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তার ছেলে টগর ও প্রাইভেট কার-চালক সুমন নিহত হন। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে আব্দুর রহমানের মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন