আপডেটেড
বগুড়ার শান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে দগ্ধ হয়ে পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ১০টায় শান্তাহার-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বি আই আর এস ইত্তেহাদ প্লাস্টিক কোম্পানি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন জানান,সকাল ১০টায় কারখানায় আগুন লাগে এবং তা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
—ইউএনবি
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
পর্যটকদের প্রশান্তির খোরাক আকিলপুর সমুদ্রসৈকত