January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 1:07 pm

বগুড়ায় বাসচাপায় ৫ জনকে হত্যা মামলায় চালক গ্রেপ্তার

বগুড়ার মির্জাপুরে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচ জনকে বাসচাপা দিয়ে হত্যা মামলায় বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৫৬) সাভারের বেগুনবাড়ী গ্রামের জানে আলমের ছেলে।

র‌্যাব-১২’র অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজি চালকসহ পাঁচ জন ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেন। পাশাপাশি র‌্যাব-১২ এর কাছে চালককে গ্রেপ্তারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

—ইউএনবি