ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে এসে পৌছুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা তাকে ম্বাগত জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর শেখ রেহানা ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে বিভিন্ন স্থান ঘুরে দেখান।
ভারতীয় রাষ্ট্রপতি পরে জাদুঘরে রাখা পরিদর্শন বহিতে হিন্দি ভাষায় তাঁর মন্তব্য লিখেন।
—বাসস
আরও পড়ুন
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন
নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ