কুবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন-২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আলোচনা সভা আয়োজন করা করেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সংগঠনটির কুবি শাখার সভাপতি কাজী ওমর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসান-এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি সারাজীবন সংগ্রাম করে আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন। বাংলার মানুষের জন্য তার মন কাঁদতো, যার জন্য তিনি সারাজীবন আত্মত্যাগ করে গেছেন।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ বলেন, এটি হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। দেশের বাইরে বঙ্গবন্ধু বললে বাংলাদেশকে চিনতে পারে। তিনি এমন একজন নেতা যিনি পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে পরিবারের কাছে না গিয়ে, গিয়েছিলেন বাংলার আপামর মানুষের কাছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তান আর্মিদের হাতে যত বেশি নির্যাতিত হয়েছি তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছি আমাদের স্বদেশীদের দ্বারাই।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. আবু জাফর মোঃ শফিউল আলম ভূঁইয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন
সিটি কলেজে ভাঙচুর চালাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি
‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচিতে খামারবাড়ির সব ফটকে তালা