January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 1:49 pm

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশের সামরিক ইতিহাস, ঐতিহ্য ও সাফল্য বিশেষ করে সমগ্র মুক্তিযুদ্ধজুড়ে সশস্ত্র বাহিনীর অবিশ্বাস্য বীরত্ব প্রদর্শনের জন্য রাজধানীতে একটি বিশ্বমানের স্থাপত্য- ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’- এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দৃষ্টিনন্দন এ জাদুঘরের উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি নগরীর বিজয় সরণি এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু নভো থিয়েটার সংলগ্ন ১০ একর জমির ওপর নির্মিত হয়েছে যেখানে সামরিক সরঞ্জাম ও অস্ত্রের সংগ্রহ রয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য পৃথক গ্যালারিসহ জাদুঘরটি ছয় ভাগে বিভক্ত।
বাংলাদেশের সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস প্রদর্শনের জন্য ১৯৮৭ সালে মিরপুর সেনানিবাসে সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৯২ সালে বিজয় সরণির বর্তমান স্থানে সেটি স্থানান্তরিত করা হয়।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর গৌরবময় অতীত, অর্জন ও সাফল্য প্রদর্শনের জন্য বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রকল্পের অধীনে সামরিক জাদুঘরটির আধুনিকায়ন করা হয়েছে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব আবু হেনা মোস্তফা কামাল জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন।

—ইউএনবি