জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানযট সৃষ্টি হয় বুধবার (৫ জুলাই) ভোরে। দীর্ঘ সাত ঘণ্টা পর বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন গন্তব্যে যাওয়া মানুষ। পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন মহাসড়কের ওই অংশে ধীরগতি শুরু হয়।
অন্যদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর প্রভাবে বুধবার(৫ জুলাই) ভোর থেকে থেমে থেমে যানজট ছিল। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। এ ছাড়া ভূঞাপুর লিংক রোডে একটা দুর্ঘটনার কারণে বেশকিছু সময় যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী