রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন ছয় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর জন্য কাজ করছেন।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়।
বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী