January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 21st, 2022, 8:41 pm

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

ফাইল ছবি

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সোমবার বিকালের মধ্যে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তা উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
এটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার বন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার দক্ষিণে, মোংলা বন্দর থেকে এক হাজার ২৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং পায়রা বন্দর থেকে এক হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকবে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া তাদের গভীর সাগরে না যেতেও পরামর্শ দেয়া হয়েছে।

—ইউএনবি